পিএইচডি ডিগ্রি অর্জন করায় ড. মোঃ রাশেদুল আলমকে সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লাকসাম শহর শাখা।
সম্মাননা
প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম শহর শাখার সভাপতি নাজমুল ইসলাম,
সেক্রেটারি ইউসুফ আরাফাত সানি ও অফিস সম্পাদক আরাফাত আল মাহমুদ।
উল্লেখ্য,
ড. মোঃ রাশেদুল আলম কুমিল্লা জেলার লাকসাম থানাধীন শাহাপুর গ্রামের এক
সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা মো. আরিফুর
রহমান ও মাতা রাশেদা বেগম। তিনি পরিবারের জ্যেষ্ঠ সন্তান।
গ্রামের মোক্তবে হাতেখড়ির পর তিনি পার্শ্ববর্তী বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন।
পরবর্তীতে
বড়বাম ফাজিল মাদ্রাসায় কিছুদিন অধ্যয়ন শেষে লাকসামের ঐতিহ্যবাহী শিক্ষা
প্রতিষ্ঠান দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায়
জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
এরপর তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
পরবর্তীতে
একই বিশ্ববিদ্যালয় থেকে ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ অনুষ্ঠিত ৫৪৪তম সিন্ডিকেট
সভায় ‘ঞঐঊ চওখএজওগঝ ওঘ ওঝখঅগ: ওঞ’ঝ ওঘঞঊজঘঅঞওঙঘঅখ ওগচঙজঞঅঘঈঊ ঞঙ ঊঝঞঅইখওঝঐ
ইজঙঞঐঊজঐঙঙউ (ইসলামে হজ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এর আন্তর্জাতিক গুরুত্ব)’
বিষয়ে পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি দেশের
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক
স্টাডিজ বিভাগে অধ্যাপনায় নিয়োজিত আছেন।
