প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৬ এএম আপডেট: ২০.১২.২০২৫ ১:১৯ এএম |

চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম
রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ। রাবি উপজেলার ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের
সহ-সভাপতি ও ঈশানচন্দ্রনগর গ্রামের মরহুম আবদুল্লাহ মান্নানের ছেলে।
শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড
অফিসার সানা উল্লাহ।
পুলিশ জানায়, আ’লীগের ক্ষমতার সময় ছাত্রলীগ নেতা
গোলাম রাব্বি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গণঅভ্যুত্থানে আ’লীগের
পতনের পর সে দীর্ঘদিন পলাতক ছিল। পলাতক থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে
বিভিন্ন উস্কানিমূলক তথ্য শেয়ার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে
বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি টিম ঈশানচন্দ্রনগর এলাকা থেকে তাকে
গ্রেফতার করে।
চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে রাব্বিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।