ভারতীয়
আধিপত্যবাদের বিরুদ্ধে সদা জাগ্রত কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র
জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় কুমিল্লার
লালমাইয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায়
বাকই উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ভাবকপাড়া ফোরকানিয়া মাদরাসা
মাঠে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
বাকই
ইউনিয়নের জামায়াতের সাবেক আমীর মাওলানা মাওলানা সুলতান আহম্মেদের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে
জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয়
সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাছান আহমেদ, উপজেলা জামায়াতের আমীর
মাওলানা আব্দুন নূর, সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, শুরা ও কর্মপরিষদ
সদস্য মাওলানা মেসবাহুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর
মাওলানা নঈম উদ্দিন সিদ্দিকী, বাকই উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা
মোতালেব হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইয়াছিন আরাফাত
বলেন, জুলাই আন্দোলনে শহীদ হাদি'র আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং
তার আদর্শ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে।হাদিকে
হত্যা করে কখনো আদিপত্যবাদী প্রতিষ্ঠিত হবে না। হাদি ছিল ফ্যাসিবাদ বিরোধী
বা জুলাই গণঅভ্যুত্থান সম্মুখ যোদ্ধা। এক হাদিকে শহিদ করে বাংলাদেশের
অগ্রযাত্রা কে থামানো যাবে না।হাদির জানাজা নামাজে লাখ লাখ মানুষের
উপস্থিতি তার প্রমাণ। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও তৎপর হতে হবে।
শহীদ শরীফ ওসমান হাদি’র হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে
দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করতে হবে।
আলোচনা শেষে শহীদ শরীফ ওসমান
হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের
আমীর মাওলানা আব্দুন নূর। এ সময় তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর
সমবেদনা জানানো হয় এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর দরবারে
প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর
শ্রদ্ধা নিবেদন করা হয়।
