শনিবার ২০ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২
ভারতকে হারিয়ে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৯ পিএম আপডেট: ২০.১২.২০২৫ ১:১৯ এএম |


ভারতকে হারিয়ে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ
ব্যাডমিন্টন ফেডারেশন বছরের শেষ দিকে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে। এবার একক বিভাগে বাংলাদেশি শাটলাররা তেমন ভালো করতে পারেননি। দ্বৈত বিভাগে খানিকটা আশা জাগালেও শেষ পর্যন্ত মিশ্র বিভাগ থেকে একটি পদক নিশ্চিত হয়েছে।
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোরে স্বাগতিক দলের তারকা শাটলার আল আমিন জুমার-ঊর্মি আক্তার ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। যার মাধ্যমে শেষ চারে জায়গা করে নেন জুমার-ঊর্মি জুটি। আন্তর্জাতিক ব্যাডমিন্টনের নিয়মানুযায়ী, সেমিফাইনালে পরাজিত দুই দলও ব্রোঞ্জ পদক পায়। অনেক সময় আবার অনেক দেশে টুর্নামেন্ট ভেদে খানিকটা ভিন্নতাও দেখা যায়। তবে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন নিশ্চিত করেছেন, জুমার ও ঊর্মি সেমিফাইনালে উঠায় অন্তত ব্রোঞ্জ পদক পাবেন।  
আজ (শুক্রবার) মিশ্র দ্বৈতের সেরা সাফল্য আনতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশের এই শাটলার জুটিকে। প্রথম সেট যদিও খুব সহজে জয় এসেছে। তবে দ্বিতীয় সেটে এক সময় এগিয়ে থেকেও মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায় জুমার-ঊর্মি। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণী। সেখানেও হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। একবার বাংলাদেশের জুটি এগিয়ে যায় তো, পরের বার ভারত। এভাবে চলতে থাকে ম্যাচ, যেখানে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে বাংলাদেশ। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি।
ম্যাচ শেষে আল আমিন জুমার বলেন, ‘জয়ের মধ্যে আছি, ভীষণ খুশি। টানা ম্যাচ খেলার প্রেসার হয়তো শরীরে পড়ছে, তবে জয়ের খুশিতে সব ভুলে সামনের দিকে তাকিয়ে আছি।’ ঊর্মি বলেন, ‘জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি, সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি। ঘরের মাঠে এখন সেমিফাইনালে উঠলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’
মিশ্র দ্বৈতের সেমিফাইনালে আজ রাতে থাইল্যান্ডের জুটির মুখোমুখি হবে বাংলাদেশের জুমার-ঊর্মি। আগামীকাল (শনিবার) দুপুর থেকে সব বিভাগের ফাইনাল শুরু হবে। আগামীকাল রাষ্ট্রীয় শোক থাকায় টুর্নামেন্টের সকল খেলোয়াড়, আম্পায়ার, কোচ ও কর্মকর্তা কালোব্যাজ ধারণ করবেন। ফাইনাল শেষে পুরস্কার মঞ্চে ওসমান হাদির ছবি দিয়ে শোকবার্তা জানাবে ব্যাডমিন্টন ফেডারেশন। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবক ও বৃদ্ধার
ষড়যন্ত্র করে কুমিল্লা সদর আসনের মানুষের সাথে আমার বন্ধন ভাঙ্গতে পারবে না: হাজী ইয়াছিন
ব্রাহ্মণপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে একাধিকবার ধর্ষণ প্রধান শিক্ষক গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়া থানায় রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যানবাহন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আরো ১৫ প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি
দলীয় মনোনয়নের ‘ফাইনাল সিলেকশান’ হবে সামনে
নজিরবিহীন বিক্ষোভ ‘হাদি হাদি’ স্লোগান
অবৈধভাবে মাটি কাটায় লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকা জরিমানা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২