প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাই উপজেলায় অবৈধভাবে মাছের বেড়ির মাটি কেটে বিক্রি করার অভিযোগে
মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) অভিযানে আমির হোসেন নামে এক মাটি
ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর)
রাতে সেনাবাহিনীর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী
অফিসার উম্মে তাহমিনা মিতু’র নেতৃত্বে বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া
গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে অভিযান পরিচালিত হয়।
অভিযান সময়ে একটি ট্রাক্টর জব্দ ও ভেকু বিকল করা হয়।
অভিযান চলাকালে
অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে দণ্ডিত হন আমির হোসেন । পরিবেশ
সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮০,০০০ টাকা
জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু
বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ
মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি
অনুসরণ করা হবে।
