শনিবার ২০ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২
২১ নং ওয়ার্ডে লিফলেটবিতরণ ও গণসংযোগ
ষড়যন্ত্র করে কুমিল্লা সদর আসনের মানুষের সাথে আমার বন্ধন ভাঙ্গতে পারবে না: হাজী ইয়াছিন
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১:০৪ এএম আপডেট: ২০.১২.২০২৫ ১:২০ এএম |



ষড়যন্ত্র করে কুমিল্লা সদর আসনের মানুষের সাথে আমার বন্ধন ভাঙ্গতে পারবে না: হাজী ইয়াছিননিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, রাজনীতি তাঁর জীবিকা বা ব্যবসা নয়। তাঁর হারানোর কিছু নেই। তিনি চাঁদাবাজি, কমিশন বা টেন্ডারবাজির সঙ্গে যুক্ত নন এবং কোনো হারাম উপার্জনের সঙ্গেও নিজেকে জড়াননি। তাঁর রাজনীতির একমাত্র লক্ষ্য কুমিল্লার প্রকৃত পরিবর্তন।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে জুলুম-নির্যাতন, হামলা-মামলা ও নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি সবসময় কুমিল্লার জনগণের পাশে ছিলেন। কোনো শক্তি, হুমকি-ধামকি কিংবা মিথ্যা মামলা তাঁকে জনগণ বা দল থেকে বিচ্ছিন্ন করতে পারেনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর ইয়াছিন মার্কেট এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও শহীদ উসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর ৩টায় কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর স্কুলের সামনে থেকে শাকতলা র‌্যাব অফিসের গলি হয়ে নওগাঁ চৌমুহনী পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লাকে নিয়ে হাজী ইয়াছিনের স্বপ্ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
দোয়ার অনুষ্ঠানে হাজী ইয়াছিন আরো বলেন, দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কুমিল্লা-০৬ নির্বাচনী আসনের সঙ্গেই সম্পৃক্ত ছিলেন। সাবেক মন্ত্রী মরহুম আকবর হোসেন তাঁর জীবদ্দশায় প্রতিটি নির্বাচনী জনসভায় বলে গেছেন-তাঁর পরে কুমিল্লা-০৬ আসনে হাজী ইয়াছিন নেতৃত্ব দেবেন। আল্লাহ তাঁকে নিয়ে গেলেও সেই থেকেই তিনি আজও রাজপথে সক্রিয় রয়েছেন। ২০১৮ সালের নির্বাচনসহ দীর্ঘ ১৭ বছরের দমন-পীড়নও তাঁকে আন্দোলন ও জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি।
তিনি আরও বলেন, কুমিল্লা-০৬ এলাকার মানুষের আত্মার সঙ্গে তাঁর আত্মার এক গভীর বন্ধন তৈরি হয়েছে। হাজী ইয়াছিন বলেন, “আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং মৃত্যু পর্যন্ত থাকব ইনশাআল্লাহ। কোনো শক্তিই আমাকে আপনাদের কাছ থেকে বিচ্যুত করতে পারবে না।”
তিনি বলেন, সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে কুমিল্লা একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ শহরে রূপ নিতে পারে। কুমিল্লার মা-বোন, ভদ্র সমাজসহ সর্বস্তরের মানুষ পরিবর্তন চায় এবং তিনি সেই পরিবর্তনের অংশীদার হতে চান। দায়িত্ব পেলে আগামী প্রজন্মের জন্য সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক ও পরিচ্ছন্ন কুমিল্লা গড়ে তোলাই তাঁর স্বপ্ন।
হাজী ইয়াছিন বলেন, অনেকে কুমিল্লাকে ‘সিঙ্গাপুর’ বানানোর কথা বলেন। কিন্তু তিনি কুমিল্লাকে কুমিল্লার মতো করেই গড়ে তুলতে চান—যা হবে সারা বাংলাদেশের জন্য উন্নয়নের একটি রোল মডেল।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিন বলেন,“দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তাঁর সুস্থতা আজ কোটি মানুষের প্রত্যাশা। আমরা আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করছি।”
উসমান হাদীর বিষয়ে হাজী ইয়াছিন বলেন,“শহীদ উসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সাহসী সন্তান। গণতন্ত্র ও ন্যায়ের পথে চলতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। তাঁর আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। আল্লাহ তায়ালা তাঁকে শহীদ হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন।”
গণসংযোগ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন ও মাহবুবুর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল ও মনির হোসেন পারভেজ, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাসা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর রহমান ও সদস্য সচিব ইকরাম হোসেন তাজ।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যবসায়ীরা।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবক ও বৃদ্ধার
ষড়যন্ত্র করে কুমিল্লা সদর আসনের মানুষের সাথে আমার বন্ধন ভাঙ্গতে পারবে না: হাজী ইয়াছিন
ব্রাহ্মণপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে একাধিকবার ধর্ষণ প্রধান শিক্ষক গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়া থানায় রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যানবাহন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আরো ১৫ প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি
দলীয় মনোনয়নের ‘ফাইনাল সিলেকশান’ হবে সামনে
নজিরবিহীন বিক্ষোভ ‘হাদি হাদি’ স্লোগান
অবৈধভাবে মাটি কাটায় লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকা জরিমানা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২