শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫
৫ পৌষ ১৪৩২
কুমিল্লার ১১ আসনে ৩৯টি মনোনয়নপত্র বিতরণ
আরো ১৫ প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
তানভীর দিপু:
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১:৩১ এএম আপডেট: ১৯.১২.২০২৫ ১:৫০ এএম |


 আরো ১৫ প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
কুমিল্লা-৭ চান্দিনা আসনে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ বরুড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনসহ জেলায় আরো ১৫ জন সংসদ নির্বাচনের মনোননয়পত্র সংগ্রহ করেছেন। জেলায় ১১টি আসনে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহাকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।  
এখনো পর্যন্ত সর্বাধিক মনোনয়ন সংগ্রহ হয়েছে বিএনপি থেকে ১৭টি। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর ৮টি, এনসিপির ১টি, ইসালামী আন্দোলন বাংলাদেশ ২টি, জাতীয়তাবাদী কৃষক দল ১টি, খেলাফতে মজলিস ১টি, এলডিপি ১টি, বাংলাদেশ কংগ্রেস ১ টি, গণফ্রন্ট ১টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ১টি এবং স্বতন্ত্র হিসেবে ৫ টি মনোনয়ন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে। 
জানা গেছে, একজন প্রার্থীর পক্ষে তার সমর্থকরা একাধিক মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। নিরাপত্তার কারণে হিসেবে কেউ কেউ একই আসনে একাধিক মনোনয়পত্র সংগ্রহ করেছেন বলেও জানা গেছে। তবে মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহার শেষেই জানা যাবে কোন দল থেকে কোন আসনে কে চুড়ান্ত প্রার্থী হচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, কুমিল্লা বড় জেলা, এখানে ১৭ উপজেলায় ১১টি আসন। এখানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত। একটি লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠ সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার দরকার আমরা তা করছি। প্রার্থীরা প্রচার-প্রচারণার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করবে সে বিষয়টিও আমরা জানতে চেয়েছি এবং অনলাইন-অফলাইন উভয় ক্ষেত্রে তাদের আচরণবিধি পর্যবেক্ষণ করা হবে।
এর আগে মনোনয়ন সংগ্রহ করেন- কুমিল্লা-০১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি মনোনীতপ্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে খন্দকার মারুফ হোসেন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন মনিরুজ্জামান বাহলুল। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিতাস উপজেলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বতন্ত্র পদে মোঃ মনোয়ার হোসেন। কুমিল্লা-০৩ (মুরাদনগর) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ কংগ্রেস থেকে মোঃ খোরশেদ আলম। কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির তিন জন, তারা হলেন- মঞ্জুরুল আহসান মুন্সী, এফএম তারেক মুন্সী, আবদুল আউয়াল খান এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন সাইফুল ইসলাম শহিদ। কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে দুইটি, জামায়াত মনোনীত প্রার্থী মোবারক হোসাইন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । কুমিল্লা-০৬ (সদর-সদর দক্ষিণ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই জন, তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং এনসিপি মনোনীত প্রার্থী নাভিদ নওরোজ শাহ। কুমিল্লা-০৭ (চান্দিনা) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মাওলানা মোশাররফ হোসেন। কুমিল্লা-০৮ (বরুড়া) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দুই জন, তারা হলেন- বাংলাদেশ জামায়াত ইসলামীর শফিকুল আলম হেলাল ও স্বতন্ত্র পদে মফিজ উদ্দিন। কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ ) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ হয়েছে ৭টি, এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রাথী সৈয়দ একেএম সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেলিম মাহমুদ এবং বিএনপি থেকে যে ৫ টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম (২টি), সামিরা আজিম দোলা, ইয়াসির মোঃ ফয়সাল আশিক (২টি) রয়েছেন। কুমিল্লা-০৯ (নাঙ্গলকোট-লালমাই) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভুইয়া।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি
নজিরবিহীন বিক্ষোভ ‘হাদি হাদি’ স্লোগান
আরো ১৫ প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে পারবে না
দলীয় মনোনয়নের ‘ফাইনাল সিলেকশান’ হবে সামনে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ২৪ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লায় অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর উদ্বোধন
‘এক’শ বছরে ক্ষমতার ধারে কাছেও যেতে পারবে না জামায়াত ’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর নেই
নানান আয়োজনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২