
ঘরোয়া
ফুটবলে পরিচিত নাম পিডব্লিউডি (গণপূর্ত অধিদপ্তর দল)। প্রায় তিন দশক পর
পিডব্লিউডি আবার ফুটবলের শীর্ষস্তরে ফিরেছে। লিগের প্রত্যাবর্তন ম্যাচেই
বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছিল তারা। আজ (শুক্রবার) তাদের বিপক্ষে পয়েন্ট
হারিয়েছে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ২-২ গোলে পিডব্লিউডি’র
সঙ্গে ড্র করেছে।
আবাহনী ও পিডব্লিউডি ম্যাচ যেমন
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, তেমনি মুন্সিগঞ্জে রহমতগঞ্জ ও ব্রাদার্স
ম্যাচ ছিল নাটকীয়তায় ভরপুর। ৮২ মিনিট পর্যন্ত ব্রাদার্স ২-০ গোলে এগিয়ে
ছিল। শেষ কয়েক মিনিটে রহমতগঞ্জ তিন গোল দিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে জয়লাভ
করে। এই জয়ে রহমতগঞ্জ ৭ ম্যাচে ১৩ পয়েন্টে দ্বিটেবিলের তীয় আর সমান ম্যাচে
ব্রাদার্স ৭ পয়েন্টে অষ্টম স্থানে।
ব্রাদার্স ১৫ মিনিটে ম্যাচে লিড নেয়
সিলভার গোলে। নাইজেরিয়ান দিদিয়ের গোলে ৭৫ মিনিটে তাদের লিড আরও বাড়ে।
কর্নার থেকে এই গোল করেন দিদিয়ের। ব্রাদার্স যখন জয়ের অপেক্ষায়, তখনই
রহমতগঞ্জ খেলায় ফেরে। ৮১ মিনিটে নিজেদের বক্সে ফাউল করে রহমতগঞ্জকে
পেনাল্টি দেয় ব্রাদার্স। সলোমন পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। মিনিট
ছয়েক পর থ্রো-ইন থেকে হেডে গোল করে সমতা আনেন সলোমন। নির্ধারিত সময়ের শেষ
মিনিটে আদু গোল করলে রহমতগঞ্জ ডাগআউটে উল্লাসে মাতে। হারের অপেক্ষায় থাকা
ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় বড় উৎসবের উপলক্ষ্যে পরিণত হয়।
কুমিল্লার
শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়াম আবাহনীর হোম ভেন্যু। নিজেদের ভেন্যুতে
প্রথমার্ধে পিছিয়ে পড়ে তারা। ১০ মিনিটে পিডব্লিউডির স্বাধীন গোল করেন। ৫২
মিনিটে আবাহনী সমতা আনে আল আমিনের গোলে। আবাহনীর আক্রমণ বক্সের সামনে এসে
প্রতিহত করতে আসেন পিডব্লিউডি গোলরক্ষক। তিনি বলের লাগাল পাওয়ার আগেই
আবাহনী ফরোয়ার্ড দারুণ দক্ষতায় বল জালে পাঠিয়ে খেলায় সমতা আনেন। ৭৪ মিনিটে
আবাহনীকে লিড এনে দেন শেখ মোরসালিন। অসাধারণ গতি ও জোরালো শটে তিনি গোলটি
করেন।
নির্ধারিত সময়ে আবাহনী ২-১ গোলে এগিয়ে ছিল। আট মিনিট ইনজুরি সময়ের
শেষ মুহূর্তে সাঈদ গোল করলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিডব্লিউডি। এই ড্রয়ে
আবাহনী সাত ম্যাচে ৯ পয়েন্টে চার ও সমানসংখ্যক ম্যাচে পিডব্লিউডি ৭ পয়েন্ট
নিয়ে সাত নম্বরে অবস্থান করছে।
