রুট
পারমিটবিহীন অবৈধভাবে কুমিল্লা চাঁদপুর রুটে চলাচলকারী আইদি পরিবহন বন্ধের
দাবীতে কুমিল্লার মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিদ্ধান্তে ১৮ ডিসেম্বর
বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লার জাঙ্গালিয়া বাস টারমিনাল, শাসনগাছা বাস
টারমিনাল ও চকবাজার টারমিনাল থেকে চলাচলকারী সকল গণপরিবহন বন্ধ থাকবে।
উল্লেখ্য
১৭/১২/২০২৫ ইং মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা
পুলিশ সুপার মহোদয়েকে ঐক্য পরিষদের পক্ষ থেকে অবৈধ সার্ভিস বন্ধের দাবীতে
একটি স্মারকলিপি প্রদান করা হয়।
যেহেতু প্রশাসনের নির্দেশ অমান্য করে
আইদি পরিবহন জাঙ্গালিয়া, বাস টারমিনালকে বহিরাগত শক্তির সহযোগিতায় চলাচল
করছে তাই বাধ্য হয়ে মালিক শ্রমিকরা গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি
