
মহান
বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বরুড়া উপজেলাধীন খোশবাস উত্তর ইউনিয়নের
জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
অনুষ্ঠানে
বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ
করেন। তাঁরা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় আমাদের গৌরব ও অহংকার।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে
কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ
কায়সার আলম সেলিম, সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, মহিলা দলের বরুড়ার
সভাপতি শাহিনা মমতাজ সহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী নেত্রী, সামাজিক
ব্যক্তিত্ব ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বিজয় দিবসের তাৎপর্য
তুলে ধরে তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে
বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার
প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্নস্লোগানের মাধ্যমে দিবসটির গুরুত্ব
তুলে ধরা হয়।সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
