চৌদ্দগ্রাম
প্রতিনিধি:জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবুল হাসনাত মোঃ
আবদুল হালিম বলেছেন, আমরা একটি আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ চাই। আমরা
সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহাদ্যপূর্ণ বাংলাদেশ
চাই। গত ৫৪ বছরে অর্থ্যাৎ একাত্তর পরবর্তী যারা শাসন ক্ষমতায় এসে দুর্নীতি
উপহার দিয়েছে, এ বিজয় মাসে আমাদের অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ,
বৈষম্যমুক্ত বাংলাদেশ। তারুণ্য নির্ভর বাংলাদেশ। আলেম ওলামাদের সম্মান ও
ইজ¦তের বাংলাদেশ।
আজকে মানবিক বাংলাদেশের রূপকার ও স্বপ্নদ্রষ্টা ডাঃ
শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ
গড়তে চাই। যে বাংলাদেশে সকল মানুষের মর্যাদা এবং সম্মান সমুন্নত হবে,
ইনশাআল্লাহ। আর এ বাংলাদেশে চৌদ্দগ্রামের উন্নয়নের নেতৃত্ব দেবেন জামায়াতের
নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের।
আগামী ফেব্রুয়ারি মাসে
আমাদের জন্য বিজয় অপেক্ষা করছে মন্তব্য করে তিনি আরো বলেন, গত ১৮ বছরের
অন্যায় দুঃশাসনের কবলে অনেক মানুষ খুন, পঙ্গু ও গৃহহারা হয়েছে। ফেব্রুয়ারি
মাসের বিজয় হবে নির্যাতিতদের জন্য আনন্দের। আর দুঃশাসকদের জন্য হতাশার।
তাই, আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ ও আ’লীগের ফ্যাসিশক্তির বিরুদ্ধে
ঐক্যবদ্ধভাবে ভুমিকা পালন করবো।
তিনি আরও বলেন, যারা পালিয়ে গেল, তাদের
আবার ছলে-বলে কৌশলে যারা ভিন্ন নামে আনার জন্য পাঁয়তারা করছেন, এ স্বপ্ন
বাস্তবায়িত হবে না। ওসমান হাদীর রক্তের মধ্য দিয়ে গতকাল শহীদ মিনারে
আধিপত্যবিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। এজন্য আসুন, ফ্যাসিষ্টদের
বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যদিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আমরা এগিয়ে
যাবো।
মঙ্গলবার বিজয় দিবসে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের
বিশাল যুব র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর
এডভোকেট মু. শাহজাহান।
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের
সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন
উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন জামায়াতের পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সহকারী সেক্রেটারী
আবদুর রহিম, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডাঃ মঞ্জুর আহমেদ
সাকি, আবদুল হাকিম, শাহজালাল টিপু, পৌর নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, সাবেক
চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, জামায়াতের পৌর সেক্রেটারী মোশারফ হোসেন
ওপেল, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের
নেতৃবৃন্দ। সমাবেশ শেষে জামায়াতের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল
যুব র্যালী অনুষ্ঠিত হয়।
