ঐতিহ্যবাহী
কুমিল্লাইসলামিয়া আলিয়া কামিল মাদরাসাযথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের
মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায়
কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা, মিলাদ, দোয়া এবং পুরস্কার বিতরণ
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে স্বাগত
বক্তব্য প্রদান করেন মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা
শাহ। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ ইমাম
উদ্দিন, মোঃ আজাদ কবীর ও প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন।
বক্তারা
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতির শ্রেষ্ঠ
সন্তানদের অবদানের কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে
উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে মিলাদ শরীফ পাঠ করেন আরবি প্রভাষক
আ,ন,ম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শেষ প্রান্তে একটি সুখী, সমৃদ্ধ ও
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এবং যাঁরা দেশের স্বাধীনতার জন্য প্রাণ
দিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কমনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ
(ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ। পরে তাবারুক বিতরণ করা হয়।
