
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি
(বার্ড)-এ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫
উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান
বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বার্ডের
কর্মকতা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ, প্রশিক্ষণার্থী, শিক্ষার্থীদের জন্য
বিভিন্ন ধরণের খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানের আয়োজন এবং বার্ড ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়। অনুষ্ঠানসমূহে
উপস্থিত ছিলেন বার্ড-এর সম্মানিত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন
আহমেদ-সহ বার্ডের সকল স্তরের কর্মকতা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ,
প্রশিক্ষণার্থী এবং বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীবৃন্দ। ১৯৭১ এর শহীদ
মুক্তিযোদ্ধা, ২০২৪ এর জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদগণের
বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও
অগ্রগতি কামনা করে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন
করা হয়।
