
ব্যাপক
উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সর্বত্র মহান
বিজয় দিবস উদ্বযাপন করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন দিবসটি পালন
উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে একত্রিশবার তোপধ্বনির
মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। প্রত্যুষে শহীদ মিনারে
পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা, ওসি (তদন্ত) আব্দুর
রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ
মেজবাহ্ উদ্দীন, উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি অফিসার
জোনায়েদ কবির খান প্রমুখ।
সূর্যোদয়ের সাথে সাথে (প্রত্যুষে) উপজেলার
সকল সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা
উত্তোলন করা হয়। সকাল ৯ ঘটিকার সময় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয়
পতাকা উত্তোলনের পর বেলুন ও কবুতর অবমুক্ত করে কোরআন তেলাওয়াতের পর
বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,
রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার
ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং ডিসপ্লে
প্রদর্শন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মাঝে
পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) সজীব তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো.
তৈয়ব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ
মেজবাহ্ উদ্দীন, উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি অফিসার
জোনায়েদ কবির খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদুল আলম
প্রমুখ।
এসময় মঞ্চে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি
অ্যাডভোকেট মুহাম্মদ আখতার হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, মহানগর
দক্ষিণ বিএনপির আহবায়ক মোহাম্মদ হানিফ, জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মমিনুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. আল আমিনসহ বিভিন্ন গণমাধ্যম
কর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
প্রধানগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শিষপুর হাজী রাজা
মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদা আক্তার।
বেলা ১১.৩০
ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় উপজেলা পরিষদ
প্রাঙ্গনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলা
উদ্বোধন শেষে পিঠা উৎসব, নারী উদ্যোক্তা মেলা, বিজয় মেলা তথ্য আপা কেন্দ্র,
বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, উপজেলা কৃষি
অফিস, বিক্রমপুর স্ইুটসসহ অন্যান্য স্টল পরিদর্শন করেন। এসময় উপজেলা
প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুর ১২টায়
উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অনুষ্ঠানে উপস্থিত সকল বীর
মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা
নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্
উদ্দীন, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান
ঈসমাইল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা
হাজী আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা মোহন মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাবুল
মিয়া, বীর মুক্তিযোদ্ধা কাজী তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকল
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী
অফিসার সুজন চন্দ্র রায়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয়
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার
সর্বত্র মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
