কুমিল্লার
চান্দিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা
প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ
প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
জাতীয়
পতাকা উত্তোলনের পর সকাল সাড়ে ৬টায় কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ
করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড
কাউন্সিল, চান্দিনা থানা প্রশাসন, চান্দিনা প্রেস ক্লাব সহ বিভিন্ন
রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
সকাল ৮টায়
চান্দিনা উপজেলা সদরের মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত
পরিবেশন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন বাহিনীর
সদস্যদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও। পরে কুচকাওয়াজ ও
ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুপুরে
চান্দিনা পৌরসভার আধুনিক কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
প্রদান করে উপজেলা প্রশাসন। সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশ করে স্থানীয় শিল্পীরা।
