বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২
চান্দিনায় ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচি
রণবীর ঘোষ কিংকর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪ এএম |



কুমিল্লার চান্দিনায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত ৩ ঘন্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান করে তারা। এর আগে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার, চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করে তারা। আন্দোলন চলাকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়।
এতে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট দিলজার হাসান, ফার্মাসিস্ট আজগর আহমেদ, শাহীন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন- সেনেটারি ইন্সপেক্টর নীলনারা ইয়াসমিন, মেডিকেল টেকনোলজিস্ট রেহেনা আক্তার বন্যা, আলাউদ্দিন ভুঁইয়া, আবদুল কাদের, শ্যামল প্রমুখ।
আন্দোলনকারীরা বক্তৃতায় বলেন, অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যেই ১১ তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। উল্লেখ্য ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সাল, ডিপ্লোমা নার্সরা ২০১১ সালে এবং অনুরুপভাবে ডিপ্লোমা কৃষিবিদরা ২০১৮ সালে দ্বিতীয় শ্রেণীর ১০ম গ্রেড কর্মকর্তার পদমর্যাদায় উন্নীত হয়। দীর্ঘ ৩০ বছর ধরে ১০ম গ্রেডের দাবিতে শান্তিপূর্ণভাবে সারাদেশে আন্দোলন করে আসছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। অথচ সম শিক্ষাগত যোগ্যতা থাকা স্বত্তেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নায্য দাবি এখনও মেনে নিচ্ছে না সরকার। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও তারা জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ২৪ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লায় অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর উদ্বোধন
নানান আয়োজনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন
কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত
‘এক’শ বছরে ক্ষমতার ধারে কাছেও যেতে পারবে না জামায়াত ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২