কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার বার্তা
পত্রিকার প্রতিনিধি বিল্লাল হোসেনের পিতা আব্দুল বারেক ইন্তেকাল করেছেন
(ইন্না লিল্লাহি..... রাজিউন)।
গতকাল ১৭ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে
১০টায় তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামে নিজ
বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি
চারিপাড়া গ্রামের একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি ছিলেন।
একই দিন বাদ
মাগরিব চারিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি
স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার ইন্তেকালে
এলাকায় একজন শতবর্ষী গুণীজনের শূন্যতা সৃষ্টি হয়েছে।
তার মৃত্যুতে
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুল আলীম খান,
সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরীসহ প্রেস
ক্লাবের সকল কর্মরত সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত
পরিবারের প্রতি সমবেদনা জানান।
