লালমাই উপজেলার শীর্ষ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা মহান বিজয় দিবসে পৃথক দুটি বিজয় র্যালি করেছে।
মঙ্গলবার
(১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় আল ইসরা মাদরাসার বালিকা শাখার শিক্ষার্থীরা
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সৈয়দপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের
করে। র্যালিটি মাদরাসা গেইট থেকে শুরু হয়ে বাগমারা বালুর মাঠ, বাগমারা
বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের গেইট প্রদক্ষিণ করে মাদরাসার সামনে
এসে শেষ করে। মাথায় জাতীয় পতাকার আদলে বিজয়ের ফিতা ও হাতে মিনি জাতীয় পতাকা
নিয়ে ৩ শতাধিক ছাত্রী এই র্যালিতে অংশগ্রহণ করে।
এদিকে মঙ্গলবার সকাল
১০ টায় আল ইসরা মাদরাসার বালক শাখার শিক্ষার্থীরা বাগমারা-মগবাড়ী সড়কে একটি
বর্ণাঢ্য র্যালি বের করে। মাথায় জাতীয় পতাকার আদলে বিজয়ের ফিতা ও হাতে
মিনি জাতীয় পতাকা নিয়েদুই শতাধিক শিক্ষার্থী র্যালিতে অংশ নেয়। র্যালিটি
মাদরাসা গেইট থেকে বের হয়ে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট ও
বাগমারা ২০ শয্যা হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে মাদরাসার সামনে এসে শেষ
করে।
র্যালি শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একাত্তরের বীর
শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল
ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির। এসময় উপস্থিত ছিলেন
মাদরাসা ইনচার্জ হাফেস শামীম আহমেদ, শিক্ষক মুজাম্মিল ইবনে মুসলিম, অভিভাবক
কবির হোসেন, আল মামুন দুলাল প্রমুখ।
