বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২
স্বাধীনতাকে অর্থবহ করার প্রতিজ্ঞায় বিজয় দিবস উদযাপন
প্রদীপ মজুমদার :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩ এএম |



কুমিল্লার লালমাইয়ে স্বাধীনতাকে অর্থবহ করার প্রতিজ্ঞায় বর্ণাঢ্য ও ভাবগম্ভীর আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
উপজেলা প্রশাসন ছাড়াও লালমাই থানা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, লালমাই প্রেস ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। এ সময় জাতির বীর সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
লালমাই উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এর স্বাগত বক্তব্য, শান্তির প্রতীক পায়রা ওড়ানো এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে। পরে  বাংলাদেশ পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। এসময় সালাম গ্রহণ করেন ইউএনও 'র সাথে লালমাই থানা অফিসার ইনচার্জ মো : নুরুজ্জামান।  শিক্ষার্থীদের দেশাত্মবোধক পরিবেশনা, শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও প্রদর্শনীতে উপস্থিত দর্শকরা মুগ্ধ হন। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানানো হয়।
দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন।
এ সময় তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি) শাহীন আক্তার শিফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা : ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: শাহীন, বীর মুক্তিযোদ্ধা মো: তাজুল ইসলাম মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রণজিৎ সেন, কালাম মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম ইকবাল, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মনির হোসেন , বন কর্মকর্তা মো: জিয়া, ছাত্রদল নেতা কামরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন। 
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে লালমাইয়ে আনন্দঘন ও গৌরবময় পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো : রফিকুল ইসলাম ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাকসুদা সফিনাজ আক্কাস সুমন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ২৪ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লায় অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর উদ্বোধন
নানান আয়োজনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন
কুমিল্লা মহানগর জামায়াতের যুব র‌্যালী অনুষ্ঠিত
‘এক’শ বছরে ক্ষমতার ধারে কাছেও যেতে পারবে না জামায়াত ’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২