কুমিল্লার
বুড়িচং মইনিয়া নজরুলীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক লেখক, গবেষক
আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী আল মাইজভান্ডারী (রহঃ) এর ১০তম ওরশ শরীফ
উপলক্ষে বার্ষিক ছেমা মাহফিল ও কাওয়ালী অনুষ্ঠিত হয়েছে।
(১০ ডিসেম্বর)
বুধবার পীর নজরুল ইসলামের সুযোগ্য সন্তান ও দরবারের গদ্দিনিশীন মাওলানা
খাজা শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরী ও ছোট শাহজাদা মুফতি শামস তিবরীজ
সাদকপুরীর সার্বিক তত্ত্বাবধানে দরবার শরীফের মাঠ প্রাঙ্গণে সারা রাতব্যাপী
এই ওরছ শরীফে হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতি দেখা গেছে। উক্ত মাহফিলে
দেশবরেণ্য ওলামায়ে কেরাম, মাশায়েখ এবং ধর্মীয় চিন্তাবিদরা পবিত্র কোরআন ও
সুন্নাহভিত্তিক আলোচনায় মানবতার মুক্তি, আত্মিক উন্নয়ন, সমাজ সংস্কার ও
নৈতিকতার প্রসারে আধ্যাত্মিকতার গুরুত্ব তুলে ধরেন।
উক্ত ওরছ মাহফিলে
মোনাজাত পরিচালনা করেন নজরুল ইসলাম সাদকপুরীর চাচা মাওলানা মুফতি সাইফুল
ইসলাম।মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং
মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়। পরিশেষে ছেমা মাফিলে কাওয়ালী পরিবেশন
করেন দেশবরেণ্য কাওয়ালী কণ্ঠশিল্পী মইনুদ্দীন সাবিদ ও আজিজ দেওয়ানসহ
অন্যান্য শিল্পীরা।
