বিশ্ব
মানবাধিকার দিবস উপলক্ষে কুমিল্লায় হিউম্যান রাইটস ফাউন্ডেশন একটি র্যালি
ও আলোচনা সভার আয়োজন করেছে। বুধবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে এ
আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস
ফাউন্ডেশন কুমিল্লা মহানগরের সভাপতি হারুনুর রশীদ ভূইয়া। সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট নাছির আহাম্মদ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য
দেন সাংবাদিক শহিদ উল্লাহ মিয়াজি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য অ্যাডভোকেট শামসুদ্দিন, ডা. নাসির
উদ্দিন, এমদাদুল হক ও ফাতেমা আক্তার।
প্রধান অতিথি বক্তব্যে বলেন,
মানবাধিকার নিশ্চিত করতে সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, মানবাধিকার শুধু একটি তাত্ত্বিক বিষয় নয়, এটি সকলের মৌলিক
অধিকার। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং
সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে মানবাধিকার আরও সুদৃঢ়ভাবে
প্রতিষ্ঠিত হবে।
আলোচনা সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষায় সচেতনতা
বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং মানবিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার
আহ্বান জানান।
