স্টাফ রিপোর্টার।। দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করে দেশে ফেরার পর স্ত্রীর কাছে পাঠানো অর্থের হিসাব নিয়ে মনোমানিল্য সৃষ্টি ও চাচাতো ভাইদের সঙ্গে পূর্ববিরোধের জেরে লক্ষ্মীপুরের প্রাইভেটকার চালক মিজানুর রহমানকে কুমিল্লার দাউদকান্দিতে পরিকল্পিতভাবে হত্যা করে এটিকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা করেছেন নিহত চালকের বোন সিদ্দিকা আক্তার। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে তিনি এ মামলাটি করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য কুমিল্লার দাউদকান্দি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে নিহত চালকের বোন ও কুমিল্লার আদালতে দায়ের করা মামলার বাদি সিদ্দিকা আক্তার সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় নয়, পরিকল্পিতভাবে তার ভাই প্রাইভেটকর চালক মিজানুরকে হত্যা করা হয়েছে।
আদালতে দায়ের করা মামলার বরাত দিয়ে বাদি সিদ্দিকা আক্তার সাংবাদিকদের জানান, লক্ষ্রীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর দুর্গাপুর গ্রামের মৃত মীর মো. আবুল কালামের পুত্র মিজানুর রহমান দীর্ঘদিন সৌদিআরবে চাকরি শেষে দেশে ফিরে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রবাস জীবনের উপার্জিত নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনমালিন্য চলে আসছিল। গত ২৯ জুন ভোররাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন আটিপাড়া মোস্তাকের মোড়ে চালক মিজানের প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। প্রাইভেটকারে লক্ষ্রীপুরের দুইজন যাত্রী ছিল। যাত্রীরা অক্ষত থাকলেও মিজানকে মৃত অবস্থায় গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। প্রাথমিভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা মনে করে পরিবারের সদস্যরা চালক মিজানের লাশ বাড়িতে এনে দাফন সম্পন্ন করেন। তবে ঘটনার বেশকিছুদিন পর নিহতের স্ত্রী ও চাচাতো ভাইদের আচার-আচরণে সন্দেহ সৃষ্টি হলে ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করেন পরিবারের সদস্যরা। পরে গত ৪ ডিসেম্বর পরিবারের পক্ষে তিনি (সিদ্দিকা আক্তার) বাদী হয়ে নিহত মিজানুরের স্ত্রী সেলিনা বেগম, ফখরুল ইসলাম রাজু, নজরুল ইসলাম পাপ্পুসহ ১৬ জনকে আসামি করে আদালতে মামলার আবেদন করেন।
বাদী সিদ্দিকা আক্তারের অভিযোগ, ঘটনার দিন ভাড়ার কথা বলে তার ভাইকে ঢাকায় নেওয়া হয়। সেখান থেকে পরিকল্পিতভাবে তাকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় নিয়ে হত্যা করা হয় এবং লাশ প্রাইভেটকারে রেখে গাড়িটি রাস্তার পাশের খাদে ফেলে দুর্ঘটনা হিসেবে প্রচার করা হয়। এঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান নিহতের পরিবার।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী হোসেন জানান, আদালত বিষয়টি আমলে নিয়ে ওসি দাউদকান্দিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
