শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫
২৮ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:১৬ এএম |


সকলের সহযোগিতায় সর্বস্তরে মানবাধিকার "সমাজের ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কৃতিকে আরো গভীর করা" এই প্রতিপাদ্য নিয়ে ১০ ডিসেম্বর বুধবার সারা বিশ্বে আন্তর্জাতিক ভাবে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লায় হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করেছে।
হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা দক্ষিণ কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় ১০ ডিসেম্বর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে নগরীর টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর কান্দিরপাড় এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউনহল মাঠে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালী উদ্বোধন করেন সংস্থার ফাউন্ডার চেয়ারম্যান এনামুল হক ভুইয়া। এসময় দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উত্তর জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিলন, দক্ষিণ জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মহানগর কমিটির সভাপতি এডভোকেট মোঃ ফয়সল সুলতান ও দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নুরুল ইসলাম সহ সংগঠনে আরো অনেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডিল অন্যতম সদস্য ওবায়দুল ইসলাম বাবর, মোঃ দুলাল (সাবেক চেয়ারম্যান), ইউসুফ চৌধুরী, আবু বকর,  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটাঃ কাজী জাকির হোসেন, ভাইস প্রেসিডেন্ট হানিফ মিয়া, সেন্ট্রাল কো অর্ডিনেটর মহিউদ্দিন রানা, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সফিউদ্দিন লিটন, উত্তর জেলা সেক্রেটারি জসিম উদ্দিন, সহ সভাপতি আফতাব আহমেদ অপু, সাংগঠনিক সম্পাদক উজ্জল রবি দাস প্রমুখ। 
এছাড়াও হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর কমিটির সর্বস্তরের সদস্যগন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
নভেম্বরে কুমিল্লার সড়কে ঝরেছে ২২ প্রাণ
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোমতীর উত্তরের জনপদকে নগরায়নে রূপ দেওয়া হবে
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি, কারা পেলেন মনোনয়ন
পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত ঘোষণার দাবিতে মতবিনিময় সভা
লালমাইয়ের ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ফটক নির্মাণ ও উদ্বোধন করলেন আবদুল্লাহ আল মামুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২