কুমিল্লার
ব্রাহ্মণপাড়া সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি
সাব্বির আলমের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন
ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার (১১
ডিসেম্বর) বিকেলে সিদলাই দারুল ইসলাম ফাযিল ডিগ্রি মাদ্রাসার মাঠে এ সংবাদ
সম্মেলন করেন সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজের ছাত্রদলের নব কমিটির
সভাপতি মোঃ সাব্বির আলম। তিনি উল্লেখ করেন গত ৭ ডিসেম্বর আমাকে জড়িয়ে
সিদলাই বাজারে হাস নিয়ে চাঁদাবাজির যে সংবাদ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত
হয়েছে তা একটি মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক যা বাস্তবের সাথে কোন মিল নেই।
তিনি লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি
কুচক্রী মহল প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদকে ভুল তথ্য দিয়ে যে সংবাদটি
প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃত ঘটনা আড়াল
করতে এ সংবাদটি প্রকাশ করে। প্রকৃত ঘটনাটি হলো, আমাদের
একই ইউনিয়নের ৮
নং ওয়ার্ডের মুজিব মোল্লার ছেলে সৌরভ ঘটনার দিন মোটরসাইকেল নিয়ে শিদলাই
মধ্য বাজারে বেপরোয়া গতিতে চালিয়ে আমার ভাই শাহাদাত হোসেনের হাতে ও পায়ে
এবং এক অটো রিক্সা ড্রাইভার এর গায়ে লাগিয়ে মারাত্মক জখম করে। বিষয়টি নিয়ে
এলাকার সাহেব সরদারা শেষ করে দেয়। কিন্তু ঘটনার পর দিন রাতে সৌরভের
নেতৃত্বে আবুল কাশেমের ছেলে কামরুল হাসান ও সজীব এবং শ্রাবনসহ ১৫/২০ জন
বখাটে যুবক নিয়ে আমাকে ও আমার ভাই শাহাদাত হোসেনকে হুমকি-ধমকি দিয়ে যায় এবং
মামলার ভয় দেখিয়ে যায়। একই দিন রাতে তারা আমাদের বিরুদ্ধে একটি থানায়
মিথ্যা অভিযোগ করে যা সম্পূর্ণ মিথ্যা।আমরা এ মিথ্যা সংবাদ ও থানার অভিযোগে
বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন
বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
