শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫
২৮ অগ্রহায়ণ ১৪৩২
লাকসাম হানাদারমুক্ত দিবস উদযাপন
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:১৫ এএম |


মহান মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকা স্মরণে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আজ ১১ ডিসেম্বর, (বৃহস্পতিবার) লাকসাম হানাদারমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
দিবসটি উপলক্ষে সকালে লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যৌথ আয়োজনে পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, আলোচনা সভা এবং বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় লাকসাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লাকসাম পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
আনন্দ র‌্যালি পূর্বে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার  নার্গিস সুলতানা জাতীয় পতাকা উত্তোলণ এবং মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. আবুল বাশার মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মাস্টার সফিকুর রহমানের সঞ্চালণায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, বিশেষ অতিথি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. আবুল বাশার, লাকসাম থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ, লাকসাম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবদুল বারী মজুমদার, সাবেক ডেপুটি কমান্ডার মো. আমীন উল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদ মনোহরগঞ্জ উপজেলা কমান্ড'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, লালমাই উপজেলা কমান্ড'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহাম্মদ উল্লাহ সবুজ, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস প্রমুখ। এ সময় লাকসাম, মনোহরগঞ্জ ও লালমাই উপজেলার মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ, যুদ্ধাহত এবং ৭১'র সকল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
নভেম্বরে কুমিল্লার সড়কে ঝরেছে ২২ প্রাণ
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোমতীর উত্তরের জনপদকে নগরায়নে রূপ দেওয়া হবে
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি, কারা পেলেন মনোনয়ন
পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত ঘোষণার দাবিতে মতবিনিময় সভা
লালমাইয়ের ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ফটক নির্মাণ ও উদ্বোধন করলেন আবদুল্লাহ আল মামুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২