রোববার ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
আবাহনীর ড্র, মোহামেডানের বড় জয়
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ এএম আপডেট: ০৭.১২.২০২৫ ১২:৫৯ এএম |

 



আবাহনীর ড্র, মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে আজ ছিল চার ম্যাচ। ঢাকা আবাহনী ড্র করলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা মোহামেডান বড় জয় পেয়েছে। অন্য দুই ম্যাচে পুলিশ-ফকিরেরপুল ড্র ও রহমতগঞ্জ জয়লাভ করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান অনেক সংকটে রয়েছে। ফুটবলার, কোচিং স্টাফরা বেতন পাচ্ছেন না। এই সংকটে তারা লিগে ফকিরেরপুলের সঙ্গে হেরেছিল। আজ অবশ্য পিডব্লিউডির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে। মোহামেডানের ঘানার স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং হ্যাটট্রিক করেন। ম্যাচের শেষ মুহুর্তে পিডব্লিউডি পেনাল্টি পেলেও পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি।
কুমিল্লার শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান বড় জয় পেলেও বসুন্ধরা কিংস অ্যারেনায় ঢাকা আবাহনী ফর্টিজের বিপক্ষে গোলের দেখা পায়নি। ফর্টিজ আবাহনীর উপর বেশি আক্রমণ ও গোলের সুযোগ তৈরি করেছে অপেক্ষাকৃত বেশি। ফর্টিজও গোল না পাওয়ায় গোলশূন্য ড্রতে শেষ হয়েছে ম্যাচ। আবাহনীর মতো পুলিশ ও ফকিরেরপুলের ম্যাচটিও ড্র হয়েছে। ফকিরেরপুল আগের রাউন্ডে মোহামেডানকে হারালেও এবার পুলিশের বিপক্ষে এক গোলে ড্র করেছে।
আজ দিনের দ্বিতীয় বড় জয় পেয়েছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তারা ৩-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে। এই জয়ে রহমতগঞ্জ ১০ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফর্টিজ আবাহনীর বিপক্ষে পয়েন্ট হারানোয় তারা দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমেছে। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কিংসের সঙ্গে তাদের ব্যবধান ৫।
নানা সমস্যায় জর্জরিত মোহামেডান আজকের জয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠেছে। ব্রাদার্সের সমান ৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় মোহামেডান গোপীবাগের দলটির চেয়ে এক ধাপ উপরে রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ৫ পয়েন্টে সাত নম্বরে। ফকিরেরপুল ও পিডব্লিউডি’রও সমান পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে আরামবাগ সবার তলানীতে। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের সর্বনিম্নন দুই দল রেলিগেটেড হয়। সেই হিসেবে আবাহনী, ফকিরেরপুল ও পিডব্লিউডি রেলিগেশন জোনেই রয়েছে। কারণ রেলিগেশন জোনে একাধিক দলের পয়েন্ট সমান হলে প্লে অফ হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হাফেজ কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় হাফেজ সম্মেলন
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ওরছ আমাগী ১৪ থেকে ১৬ ডিসেম্বর
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
চৌদ্দগ্রামে গণঅধিকারের এমপি প্রার্থীর বিরুদ্ধে পিতাকে মারধরের অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২