শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২
৫ দেশের ক্বারীদের কুরআনের সুরে প্রাণবন্ত হলো কুমিল্লা নগরী
ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালিদ হোসেন
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১:২৬ এএম আপডেট: ০৫.১২.২০২৫ ১:৩৫ এএম |




ইসলামের বিষয়ে সবাইকে  ঐক্যবদ্ধ থাকতে হবে: খালিদ হোসেনপ্রেসবিজ্ঞপ্তি: কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আমাদের সবার। বিভেদ থাকতে পারে। কিন্তু ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ মানুষকে ধ্বংস করে। তবে ঐক্যবদ্ধ থাকলে ইসলাম বহুদূর যেতে এগিয়ে যাবে। রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রভাব ফেলতে পারবে ইসলাম। বিচ্ছিন্ন থাকলে তা সম্ভব হবে না। সকল সূচকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে। দেশে দূর্নীতি ও অর্থ চুরি করে পাচার বন্ধ করতে পারলে বাংলাদেশ পৃথিবীর বহু দেশকে এগিয়ে যাবে। দেশে সম্পদ চুরি করে যারা বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক নয়, আমরা দেশপ্রেমিক তৈরি করে চাই।
বাংলাদেশে আমি দুটি বড় জেল খানা ভিজিট করেছি। কারাগারের ভিতরের কোরআন পড়ার ব্যবস্থা ছিল আমরা তা আরও বাড়িয়ে দিয়েছি। আরও বাড়াবো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কোরআনের তালিম চালু করেছি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওই কোরআইনের তালিমে ৩৫ জন শিক্ষার্থী আছে। তারা যদি সাহাবায়ে ক্বেরামদের জীবনী পড়ে তাহলে তাদের মাঝে পরিবর্তন আসবে।
জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের আলোকে জীবন গঠন করতে হবে। কুরআন থেকে দূরে চলে গেলে আমরা দেশপ্রেমিক হতে পারবোনা। দেশপ্রেমিকরা কখনো দেশের টাকা বিদেশে পাচার করতে পারেনা।আমরা আমাদের সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে চাই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কুমিল্লা আল কুরআন একাডেমির আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন স্বাধীনতার ৫৪ বছর পরে সুযোগ এসছে আলেম ওলামাদের ক্ষমতায় আসার। এবার যদি ভুল করেন তাহলে আরো ৫৪ বছর অপেক্ষা করতে হবে।
তিনি আরো বলেন সর্বত্র কুরআনের চর্চা করতে হবে। আমরা দেশের কারাগারগুলোর মধ্যে কুরআনের তালিম দেয়া শুরু করেছি।
আমি শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কারাগারগুলোর মধ্যে লক্ষাধিক বই হস্তান্তর করবো ইনশাআল্লাহ।
কিরাত সম্মেলনে বাংলাদেশের ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারি মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার কুরআন থেকে তিলওয়াত পরিবেশন করেন।
কুমিল্লা আল কোরআন একাডেমি সভাপতি আলহাজ্ব মু. নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে সেক্রেটারি ড. মুজাহিদুল ইসলামের সঞ্চানায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে বক্তব্য রাখেন তামিরুল উম্মাহ ট্রাস্টের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ। উপস্থিত ছিলেন ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এ কেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবিপার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, আল কুরআন একাডেমির অর্থ সম্পাদক ফয়েজ আহম্মেদ, গোমতী হসপিটালের চেয়ারম্যান ডা.মজিবুর রহমান, ভিক্টোরিয়া কলেজের জিএস সানাউল্লাহ মজুমদার, সম্মেলন পরিচালনা কমিটির সদস্য আবু সায়েম, গোলাম সামদানী প্রমুখ।
অনুষ্ঠানে কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে বিপুল সংখ্যক মুসুল্লি অংশ গ্রহণ করেন। কুমিল্লা হাই স্কুল মাঠে মহিলাদের অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা করা হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সকালে ঢাকায় পৌঁছাবেন জুবাইদা রহমান
খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন
ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালিদ হোসেন
বুড়িচংয়ে প্রবাসীরস্ত্রীর লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি
খালেদা জিয়ার সুস্থতা কামনা চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর কাছে কিছু প্রত্যাশা
‘ফলস স্মাটে’ কৃষকের সর্বনাশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২