বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২
হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ এএম আপডেট: ০৪.১২.২০২৫ ১:১৮ এএম |



 হোমনায় এসিল্যান্ডের গাড়ির  চাকায় পিষ্ট হয়ে শিশু মৃত্যুএমএ কাশেম ভূঁইয়া-হোমনা ।।
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার-ভূমি(এসিল্যান্ড) আহমেদ মোফাসেরের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ২বছর বয়সি ফাইজা আক্তার নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকেউপজেলা পরিষদের ভিতরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফাইজা বরিশাল জেলার উজিরপুর উপজেলার তেরদ্রন গ্রামের মোঃ ফাইজুল হকের মেয়ে। তার বাবা এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিঃ'র হোমনা উপজেলা মেডিক্যাল প্রমোশান অফিসার (এমপিও) হিসেবে কর্মরত ছিলেন এবং শিশুটি তার বাবা'র চাকুরীর সুবাদে হোমনা সদরে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালে শিশু ফাইজা তার মায়ের সাথে হাটছিলেন। সাড়ে ৯টার দিকে এসিল্যান্ডের গাড়িচালক মোঃ তাইবুর হোসেন দ্রুত গতিতে গাড়িটি চালিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সামনের সড়কে শিশুটিকে ধাক্কা দিলে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে, তৎক্ষণাৎ তিনি শিশুটি উদ্ধার না করে চাকায় পিষ্ট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে ফাইজার মায়ের শোরচিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় মৃত ঘোষণা করেন।
এঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হোমনা উপজেলা সদরের রাস্তায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন সাধারণ জনগণ। দোষি ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের দাবীও জানান তারা।
দুর্ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান। সেখানে শোকাহত বাবা-মাকে সান্ত্বনা দেন।
এসিল্যান্ড আহমেদ মুফাসের সাংবাদিকদের বলেন,“ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারত। আমি একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবো।”
টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী। এরপর হঠাৎ করেই দুর্ঘনায় শিশুটি মারা যায়।
নিহত শিশুর বাবা মোঃ ফাইজুল হক গাড়িচালকের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, আমার কলিজাটাকে মেরে ফেলেছে। আমি সর্বোচ্চ শাস্তি চাই।
ঘটনায় হোমনা থানার অফিসার ইনচার্জ (ও.সি) মোরশেদুল আলম চৌধূরী বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
শিশু ফাইজার মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি উপজেলা চত্বরে যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর কাছে কিছু প্রত্যাশা
মাদকাসক্তি চিকিৎসায় কুমিল্লার নিরাময় কেন্দ্র: আশা, চ্যালেঞ্জ ও বাস্তবতা
সর্বক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে
আজ দেবিদ্বার মুক্ত দিবস
‘ফলস স্মাটে’ কৃষকের সর্বনাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার ১৮ থানার লটারির মাধ্যমে নতুন ওসির পদায়ন
কুমিল্লায় ১৬ বছরের কিশোর নিখোঁজ: খোঁজ দিতে পরিবারের আকুতি
মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২