চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর
দৌলবাড়ি গ্রামের সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান লিংকনকে মাদক
ব্যবসায়ী কর্তৃক অশ্রাব্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার একটি ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের প্রশ্ন, একজন
মাদক ব্যবসায়ী এত সাহস পেল কিভাবে? তাদের অভিযোগ, রিপন মিয়া বহু বছর ধরে
এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় সে আরও বেপরোয়া
হয়ে উঠেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কালিকাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের
কিং ছুপুয়া গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত
রিপন মিয়া প্রকাশ্যে সুপ্রীমকোর্টের আইনজীবি শাহজাহান লিংকনকে গালাগালি
করছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক অঙ্গনে
ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত রিপন মিয়ার গ্রেপ্তার
এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের অপরাধীরা
মুক্তভাবে ঘুরে বেড়ালে কেউই নিরাপদ থাকবে না।
স্থানীয় ইউপি মেম্বার
তৌহিদুল ইসলাম স্বপন বলেন, রিপন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ছড়াচ্ছে।
তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। এখন সে একজন সুপ্রিম কোর্টের আইনজীবিকেও
হুমকি দিচ্ছে, এটি অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
ঘটনা
প্রসঙ্গে সুপ্রীমকোর্টের আইনজীবি শাহজাহান লিংকন বলেন, অনলাইনের মাধ্যমে
ভিডিওটি দেখতে পাই। পরে খোঁজ নিয়ে ব্যক্তিটির পরিচয় নিশ্চিত হই। আমার
সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই, কেনো তিনি এমন আচরণ করলেন তা আমার
বোধগম্য নয়। বিষয়টি আল্লাহর কাছে সোপর্দ করলাম, আশা করি প্রশাসন যথাযথ
ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে মাদক ব্যবসায়ী রিপন মিয়া বুধবার বিকেলে
বলেন, এডভোকেট শাহজাহান লিংকন একজন সম্মানিত মানুষ। ৫-৬ বছর আগে ঘনিষ্ট
একজন আমাকে নেশা পান করিয়ে এ কান্ড ঘটিয়েছে। এখন ওই লোকের সাথে আমার বিরোধ
থাকায় ভিডিওটি ভাইরাল করেছে।
চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার
মোঃ সানা উল্লাহ বুধবার সন্ধ্যায় বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ সাপেক্ষে
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।
