কুবি
প্রতিনিধি: বিশ্বের অন্যতম বৃহৎ হ্যাকাথন নাসা স্পেস এপস চ্যালেঞ্জ ২০২৫ -এ
গ্লোবাল ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
(কুবি) টিম নোমাডস।
জানা যায়, বিশ্বের ১৬০টির বেশি দেশে আয়োজিত এই
প্রতিযোগিতায় এ বছর অংশ নেয় মোট ১৮,৮৬৮টি দল। দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়া
পেরিয়ে মাত্র ৪৫টি দল গ্লোবাল ফাইনালিস্ট হওয়ার সম্মান অর্জন করেছে। যার
মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে মাত্র তিনটি দল। এ তিনটির একটিতে জায়গা করে
নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই দলটি।
ফাইনালিস্ট টিম নোমাডস এর
সদস্যগণ হলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ম.
আল-আমিন, সৈয়দ আজলান আল আলিফ, শাকিরা জান্নাত ইমা, ম. ইব্রাহিম হোসাইন,
মেহরাব হোসাইন, ম. হোসাইন।
টিমের সদস্য ফারদিন হোসাইন বলেন, “টিম
নোম্যাডস-এর একজন সদস্য হিসেবে ঘঅঝঅ ঝঢ়ধপব অঢ়ঢ়ং ঈযধষষবহমব ২০২৫-এ গ্লোবাল
ফাইনালিস্ট হওয়ার সুযোগ পাওয়া আমার জীবনের অন্যতম বড় সম্মান। বিশ্বের ১৬৭টি
দেশের প্রায় ১৯ হাজার টিমের মধ্য থেকে নির্বাচিত হয়ে বাংলাদেশকে
আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারা আমাদের জন্য সত্যিই গর্বের। এই অর্জন
শুধু আমাদের টিমের নয়-এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পুরো বাংলাদেশের একটি
সাফল্য। আমরা চেষ্টা করেছি আমাদের দেশকে বিশ্বমঞ্চে উদ্ভাবন, গবেষণা এবং
প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে প্রতিনিধিত্ব করতে।"
প্রসঙ্গত, ফাইনাল
রাউন্ডে জাজ হিসেবে থাকবে নাসা'র বিজ্ঞানীরা। ১৮ তারিখে ৪৫ টা টিম থেকে ১০
ক্যাটাগরিতে ১০টি টিমকে চ্যম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে। এরপর
চ্যাম্পিয়নদেরকে নাসা'য় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন প্রতিযোগীরা।
উল্লেখ্য,
ঘঅঝঅ ঝঢ়ধপব অঢ়ঢ়ং ঈযধষষবহমব বিশ্বব্যাপী আয়োজিত অন্যতম বৃহৎ গ্লোবাল
হ্যাকাথন, যেখানে ১৬০টির বেশি দেশের অংশগ্রহণকারীরা মহাকাশ, জলবায়ু ও
প্রযুক্তি-ভিত্তিক সমস্যা সমাধানে প্রতিযোগিতা করে। প্রতিবছর ঘঅঝঅ এই
আয়োজনের মাধ্যমে উদ্ভাবনী সমাধান, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা যাচাই করে
থাকে।
