কুমিল্লার
বুড়িচংয়ে পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার-এই প্রতিপাদ্য নিয়ে
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা
পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ
অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল
আফতাব ভূইয়া, উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার এবং বুড়িচং থানার ওসি
(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।
সভায় আরো বক্তব্য দেন বুড়িচং প্রেসক্লাবের
সভাপতি কাজী খোরশেদ আলম, রাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মাস্টার,
পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক উপসহকারী মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম
বাবুল, গ্রামীণ কল্যাণ ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইছা, ফজলুর
রহমান কলেজ অব টেকনোলজির শিক্ষক মোছাঃ আখিনুর আক্তার।
এ ছাড়া সভায়
উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, ডা. হেদায়েত
উল্লাহ, বিআরডি কর্মকর্তা রাসেল সারওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা
জোহরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির আহম্মদসহ বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নরমাল
ডেলিভারি নিশ্চিত করা, শিক্ষার্থী ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসচেতনতা
বৃদ্ধি, বিপদ সংকেত শনাক্তে প্রচারণা জোরদার করতে হবে। তারা মাতৃ ও
শিশুমৃত্যুর হার কমাতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
