কুবি
প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল
কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস-২০২৬’ শীর্ষক প্রথম
আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন আগামী ৯-১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
সংবাদ
সম্মেলন বরাতে জানা যায়- ২০২৬ সালের ৯ ও ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
সম্মেলনের আহ্বায়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ এবং
সম্মেলনের সদস্য সচিব গনিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।
এসময় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ,পরিসংখ্যান বিভাগ,গনিত বিভাগ ও
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সম্মেলন সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত
ছিলেন।
এ সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ড. মো. হায়দার আলী। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন।
এ
সম্মেলনে দেশ বিদেশের বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীরা
অংশ নেবেন। সম্মেলনের মূল উদ্দেশ্য বিজ্ঞান ক্ষেত্রে সাম্প্রতিক গবেষণা,
উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতা বিনিময় করা এবং বৈজ্ঞানিক গবেষণায়
নতুন সহযোগিতা ও অংশীদারীত্ব গড়ে তোলা।
সম্মেলনের সদস্য সচিব গণিত
বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেনূ ‘আমরা বিশ্ববিদ্যালয়ের
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের অনুরোধ করবো অ্যাবস্ট্রাক্ট
দেওয়ার জন্য। আমরা চেষ্টা করবো ভালো কনফারেন্স আয়োজন করার। যেহেতু
জানুয়ারিতে অ্যাডমিশন টেস্ট আমাদের কিছু থ্রেটস আছে। তারপরও আমরা এটা করবো।
বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশটা যেন ফিরে আসে। অ্যাকাডেমিক পরিবেশটা খুব
গুরুত্বপূর্ণ। আমরা অ্যাকাডেমিক কস্ট, রেজিস্ট্রেশন কস্ট কমিয়ে এনেছি।
আমরা সবাইকে সার্টিফিকেট প্রদান করবো। পোস্টার প্রেজেন্টেশন হবে, বিদেশ
থেকে অনলাইন প্রেজেন্টেশন হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমাদের
শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চ শিক্ষায় যাওয়ার ক্ষেত্রেও এ সম্মেলন একটা
অবদান থাকবে বলে আশা করছি।’
সম্মেলনের আহ্বায়ক বিজ্ঞান অনুষদের ডিন
অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেনূ ‘আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। ইতোমধ্যে
অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট এসেছে। বিদেশ থেকেও পার্টিসিপেন্ট আছে। আশা করি
একটা ভালো সম্মেলন উপহার দিতে পারবো। একইসাথে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায়
বিশ্ববিদ্যালয়কে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। প্রশাসন আমাদের
সর্বোচ্চ সহায়তা করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক যাদের হাইলি সাইটেশন
আছে তাদের আমরা আনতে যাচ্ছি।’
প্রসঙ্গত, সম্মেলনের অ্যাবসট্রাক্ট জমা
দেওয়ার শেষ সময় ৫ ডিসেম্বর, মূল প্রবন্ধ জমাদানের শেষ সময় ২০ ডিসেম্বর এবং
আর্লি বার্ড নিবন্ধনের শেষ সময় ১৫ ডিসেম্বর-২০২৫।
