শনিবার ৬ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২
নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০-র সন্ধানে তল্লাশি আবার শুরু হচ্ছে: মালয়েশিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ এএম |


মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ যাত্রীবাহী উড়োজাহাজ ফ্লাইট এমএইচ৩৭০-র খোঁজে ৩০ ডিসেম্বর থেকে অনুসন্ধান আবার শুরু হচ্ছে।
এক দশকেরও বেশি সময় আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়া ফ্লাইটটি কোনো চিহ্ন না রেখেই পুরোপুরি গায়েব হয়ে যায়, যা আধুনিক বিশ্বের বিমান পরিবহনের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি হয়ে আছে।
২০১৪ সালে কুয়ালালামপুর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নির্দিষ্ট পথ থেকে সরে যায় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি। বোয়িং কোম্পানির ৭৭৭ মডেলের এ উড়োজাহাজটিতে তখন ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিল। যাত্রীদের অধিকাংশই, ১৫০ জন ছিলেন চীনের নাগরিক। অন্যদের মধ্যে ৫০ জন মালয়েশিয়ার এবং ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও কানাডার নাগরিকারাও ছিলেন।
নিখোঁজ হওয়ার পর থেকে এই উড়োজাহাজটির সন্ধানে একাধিক তল্লাশি অভিযান চালানো হলেও সবাই বিফল হয়।
রয়টার্স জানিয়েছে, সর্বশেষ ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে এই উড়োজাহাজটির সন্ধানে আরেকটি অভিযান শুরু করা হয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহ চলার পর এপ্রিলে প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে সেটি স্থগিত করা হয়।
মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় বুধবার জানায়, অনুসন্ধান সংস্থা ওশেন ইনফিনিটি নিশ্চিত করেছে তারা আবার ৫৫ দিনের জন্য সমুদ্রতলে অভিযান শুরু করবে। অভিযান বিরতিহীনভাবে পরিচালিত হবে।
এক বিবৃতিতে তারা বলেছে, “মূল্যায়ন অনুযায়ী যে এলাকায় আকাশযানটি পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা আছে চিহ্নিত সেই এলাকাগুলোতেই তল্লাশি অভিযান চালানো হবে।”
তবে বিবৃতিতে কোন সুনির্দিষ্ট এলাকায় তল্লাশি অভিযানটি চালানো হবে তা জানানো হয়নি।
আকাশযানটিকে ইচ্ছাকৃতভাবে সেটির গমনপথ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, এমন সম্ভাবনার কথা মালয়েশিয়ার তদন্তকারীরা প্রাথমিকভাবে বাতিল করেননি।
আফ্রিকা ও ভারত মহাসাগরের দ্বীপগুলোর উপকূলে যেসব ধ্বংসাবশেষ ভেসে এসেছে সেগুলোর কিছু এই আকাশযানটির বলে নিশ্চিত হওয়া গেছে আর কিছু এরই অংশ বলে বিশ্বাস করা হয়।
এর আগেও উড়োজাহাজটির খোঁজে ২০১৮ সাল পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়েছিল ওশেন ইনফিনিটি, কিন্তু মূল ধ্বংসাবশেষের সন্ধান পেতে ব্যর্থ হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
চাঁদাবাজি লুটপাট বন্ধ করতে দাড়িপাল্লায় ভোট দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, স্ট্রোক করে বিএনপি সমর্থকের মৃত্যু
পোস্টারের দখলে দাউদকান্দির মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
আরো ৩৬ আসনে বিএনপির মনোনয়ন যারা পেলেন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২