সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
৬ মাঘ ১৪৩২
১ লাখ ছাড়ালো প্রবাসী ভোটার, নিবন্ধনে জেলাভিত্তিক দ্বিতীয় স্থানে কুমিল্লা
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:৩১ এএম আপডেট: ০১.১২.২০২৫ ১:৫৩ এএম |


 ১ লাখ ছাড়ালো  প্রবাসী ভোটার, নিবন্ধনে জেলাভিত্তিক দ্বিতীয় স্থানে কুমিল্লাসৌদি আরব, মালয়েশিয়াসহ কার্যক্রম স্থগিত হওয়া সাত দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু করেছে নির্বাচন কমিশন। ২৯ নভেম্বর শনিবার বিকেল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্প থেকে জানানো হয়েছে।
এর আগে নিবন্ধন পোর্টালে পূর্ণাঙ্গ ঠিকানা না দেয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
প্রবাসী ভোটারদের সঠিক সময়ে ব্যালট পেতে পোস্টকোডসহ সঠিক ঠিকানা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ইসি। প্রয়োজনে বন্ধু-আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করা যাবে বলেও জানানো হয়েছে।
প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। এরপর ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।
এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩০ নভেম্বর রাত ৮টা পর্যন্ত ১ লাখ ১ হাজার ৭২ জন প্রবাসী ভোটার নিবন্ধন সেরেছেন। নিবন্ধিতদের মধ্যে ৮৫ হাজার ৭১১ জনই পুরুষ। একক দেশ হিসেবে সর্বোচ্চ ১৭ হাজার ৬৭৪ টি নিবন্ধন করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এরপরে যথাক্রমে রয়েছে দক্ষিণ কোরিয়া, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাজ্য।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৯ হাজার ৮৩৬ জন নিবন্ধনকারীর বাড়ি ঢাকায়। দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা, এ জেলার নিবন্ধনকারী ৮ হাজার ৮৯ জন। এছাড়াও সিলেটের ৭ হাজার ১৬০ জন, নোয়াখালীর ৬ হাজার ৪০ জন এবং চট্টগ্রামের ৫ হাজার ৯৭১ জন নিবন্ধনকারী রয়েছে। তবে কম-বেশি দেশের ৬৪ জেলার প্রবাসীরাই নিবন্ধনে সাড়া দিয়েছেন।
আসনওয়ারি হিসাবে সবচেয়ে বেশি সিলেট-১ নির্বাচনী এলাকা, এ এলাকার নিবন্ধনকারী ২ হাজার ৫৫৯ জন। এরপরে রয়েছে ঢাকা-১৮ আসন, সেখানকার ১ হাজার ৯৯৬ জন ইতোমধ্যে নিবন্ধন করেছেন। এছাড়াও নোয়াখালী-১ আসনে ১ হাজার ৯৯২ জন, সিলেট-৬ আসনে ১ হাজার ৮৩৬ জন, ঢাকা-১০ আসনে ১ হাজার ৬৮৪ জন এবং ঢাকা-১৩ আসনে ১ হাজর ৫৯৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গফুর- মোবাশ্বের দুই জনই বাদ পড়লেন
কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি
কুমিল্লায় যুবক জয় চক্রবর্তী নিখোঁজ উদ্বিগ্নপরিবার
জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বাংলাদেশ তরিকত ফেডারেশনের কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সাক্ষাৎ
সংস্কারে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে লাখো মানুষ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনির চৌধুরী-হাজী ইয়াছিন বৈঠক
কুমিল্লার তিন হেভিওয়েট প্রার্থীর আপিল শুনানি আজ
আপিল শুনানিতে মুন্সীর প্রার্থিতা বাতিল
দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন: সত্য ও নৈতিকতার পথে এক নতুন যাত্রা
কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২