শনিবার ২৯ নভেম্বর ২০২৫
১৫ অগ্রহায়ণ ১৪৩২
‘সারা পৃথিবী থেকে অনলাইনে ভোটিং’
আজ কুমিল্লা জিলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:২৭ এএম আপডেট: ২৯.১১.২০২৫ ১২:৫৪ এএম |



আজ কুমিল্লা জিলা স্কুল এলামনাই  অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয় ১৮৩৭ সালে। প্রায় দুই শতাব্দীর দীর্ঘ ইতিহাসের প্রতিষ্ঠানটি দেশ বিদেশে অসংখ্য কৃতি ও বিশিষ্ট ব্যক্তিত্ব তৈরি করেছে। যারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরো সুদৃঢ় করতে এবং সম্মিলিত অগ্রগতির লক্ষ্যে ২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল এ্যালামনাই এবসোসিয়েশন গঠিত হয়।
আজ ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন। 
নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে প্রতিষ্ঠানটিতে। নির্বাচনের দুইদিন আগে থেকেই প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আলোকসজ্জায় সাজানো হয়েছে প্রতিষ্ঠানটি। ১৯৬০ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন দেশের শত শত শিক্ষার্থী প্রকাশ করছে নির্বাচন নিয়ে। 
২৯ নভেম্বর শনিবার প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচনটি ভোটগ্রহণ শুরু হবে শনিবার সকাল ৯ টা থেকে। বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। যারা সরাসরি স্কুলে উপস্থিত থাকবেন সেখানে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট দেবেন। কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না তারাও অনলাইনের মাধ্যমে সারা পৃথিবী থেকেই ভোট দিতে পারবেন। নির্বাচনে ভোট দেবেন ১৯৯১ জন নিবন্ধিত ভোটার। 
নির্বাচন উপলক্ষে কুমিল্লা জিলা স্কুল টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত একসংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ কে এম কামরুল ইসলাম এফসিএ। 
এ কে এম কামরুল ইসলাম আরো জানান, '২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলেও এই প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে এই সংগঠনটির কমিটি নির্বাচিত হতে যাচ্ছে। ১৩ টি পদে একক প্রার্থী থাকলেও বাকি ছয়টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, আইটি সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দিতা করবেন প্রার্থীরা। এ উপলক্ষে ২৯ নভেম্বর কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ব্যালটে গ্রহণ।'














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না : হাজী ইয়াছিন
মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে বৃদ্ধকালেও কারাবরণ করেছেন খালেদা জিয়া: মনির চৌধুরী
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল
দাউদকান্দিতে বাসের ধাক্কায় ইটবাহী ট্রাক্টরের ২ শ্রমিক নিহত
বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশিষ্ট গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলির জানাজা সম্পন্ন
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন হাজী ইয়াছিন
প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
লাকসামের দুই বিএনপি নেতার আজও খোঁজ মিলেনি!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২