কুমিল্লা
সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমনের
সঙ্গে মতবিনিময় ও দোয়া কামনার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় “আমরা
দুর্গাপুর গ্রামবাসী” ব্যানারে স্থানীয় মুরুব্বি, যুবসমাজ ও নানা পেশার
মানুষের অংশগ্রহণে দুর্গাপুর গ্রামে এই আয়োজন হয়।
সভায় সভাপতিত্ব করেন
সমাজসেবক মো. জামাল উদ্দিন মুন্সী। এতে কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ সাংগঠনিক
সম্পাদক মো.আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সভাপতি মো. সাদেকুর
রহমান, সদর দক্ষিণ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মো: কবির হোসেন সহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মতবিনিময়ে মিজানুর রহমান বলেন, আগামী সিটি
কর্পোরেশন নির্বাচনে স্থানীয়দের সমর্থন ও ভালোবাসা পেলে তিনি কাউন্সিলর
পদে প্রার্থী হতে চান। তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং যুবসমাজের
কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
