শনিবার ২৯ নভেম্বর ২০২৫
১৫ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লা-৬ আসনে দাড়িপাল্লার পক্ষে গোলাবাড়িতে নির্বাচনি সভা
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:২৭ এএম আপডেট: ২৯.১১.২০২৫ ১২:৫৪ এএম |


 কুমিল্লা-৬ আসনে দাড়িপাল্লার পক্ষে গোলাবাড়িতে নির্বাচনি সভাইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামি আদর্শের বিকল্প নেই- এমদাদুল হক মামুন
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা–৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ সেনানিবাস) আসনের সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে ২৮ নভেম্বর (শুক্রবার) দিনব্যাপী সামাজিক কার্যক্রম, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
দিনের শুরুতে তিনি স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় ও জুমার খুৎবা প্রদান করেন। এরপর আমরাতলি ইউনিয়নের কবিরাজ বাজারে সামাজিক কার্যক্রম অংশগ্রহন  করেন এর পর বিকাল চারটায় পাঁচথুবী ইউনিয়নের রাচিয়া, মুহুরিবাড়ি ও কামারবাড়ি এলাকায় গণসংযোগে অংশ নিয়ে বাড়ির দুয়ারে দুয়ারে সাধারন মানুষের সাথে কৌশল বিনিময় করেন। মাগরিবের পর গোলাবাড়ি এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
ইউনিয়ন সেক্রেটারি সাইফুদ্দিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর আব্দুর রহমান খান, সর্বজনাব মো. নুরুল ইসলাম কাকন, সাবেক শিবির সভাপতি মো. মনির হোসেন, পাঁচথুবি শিবির সভাপতি নাছির উদ্দিন সরকার, সৈয়দ আব্দুল্লাহ-আল-মামুন, রবিউল ওমর সাইম, জসিম উদ্দিন কাজল প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে  বলেন, দেশের ইতিবাচক পরিবর্তন নাগরিকদের সঠিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উন্নয়ন অভিজ্ঞতার উদাহরণ টেনে তারা বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠিত হলে বাংলাদেশেও কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, “সকল মানুষকেই মৃত্যুর কথা স্মরণ করে নৈতিকতা অর্জন করতে হবে। সমাজে এখনও অনৈতিক কর্মকাণ্ডের বিস্তার জাতির জন্য উদ্বেগজনক। অশ্লীলতা ও দুর্নীতি কমাতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বেহায়াপনা নিয়ন্ত্রণেও প্রয়োজন উপযুক্ত বিধিনিষেধ।”
তিনি কোরআন তেলাওয়াত ও হাদিস উল্লেখ করে নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া প্রকৃত ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। ইনসাফপূর্ণ সমাজ গঠনে ইসলামি আদর্শই একমাত্র কার্যকর পথ।”
তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায়, ইনসাফ ও মূল্যবোধের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না : হাজী ইয়াছিন
মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে বৃদ্ধকালেও কারাবরণ করেছেন খালেদা জিয়া: মনির চৌধুরী
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল
দাউদকান্দিতে বাসের ধাক্কায় ইটবাহী ট্রাক্টরের ২ শ্রমিক নিহত
বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশিষ্ট গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলির জানাজা সম্পন্ন
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাঁদলেন হাজী ইয়াছিন
প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
লাকসামের দুই বিএনপি নেতার আজও খোঁজ মিলেনি!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২