
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও
চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার
(২৬ নভেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নতুনদের উচ্ছ্বাস আর
বিদায়ীদের আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় দিনব্যাপী অনুষ্ঠান।
অনুষ্ঠানে
স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ ও সাবেক সেনা কর্মকর্তা মেজর তাহমিনা ইসরাত
খানম বলেন, “শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার সমন্বয় করে সর্বাধুনিক
প্রযুক্তি ও প্রক্রিয়া ব্যবহার করে দক্ষ নার্স তৈরি করাই আমাদের লক্ষ্য।
ভিক্টোরিয়া নার্সিং কলেজ সম্পূর্ণভাবে বাংলাদেশ নার্সিং অ্যান্ড
মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
অধিভুক্ত। কোর্স শেষে শিক্ষার্থীরা সম্পূর্ণ বৈধ সনদ লাভ করে থাকে।” তিনি
আরও বলেন, কুমিল্লা জেলা শহরে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কারিকুলাম অনুযায়ী
মানসম্মত নার্সিং শিক্ষা প্রদানে আমাদের প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএসসি নার্সিং ৩য় বর্ষের শিক্ষার্থী মারজানা
তিথী এবং ৪র্থ বর্ষের শিক্ষার্থী কাশমিন সাথি। অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের চেয়ারম্যান ডা.
আনিছ মালিক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নার্সিং পেশা মানবসেবার
অনন্য ক্ষেত্র। মানবিকতা, সহমর্মিতা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে
শিক্ষার্থীরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন
রেজা মোঃ সারোয়ার আকবর, কুমিল্লা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের
নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার, কুমিল্লা
জেনারেল হাসপাতালের সেবা উপতত্ত্বাবধায়ক আভা রানী মজুমদার, কুমিল্লা নাভানা
হসপিটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল আউয়াল এবং
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের জেলা সহকারী পাবলিক হেলথ নার্স জয়নাল
আবেদিন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের
শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এতে কুমিল্লা ভিক্টোরিয়া নার্সিং কলেজের
শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
