নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার আদালত প্রাঙ্গণ থেকে সদর উপজেলা বিআরডিবি’র অফিস
সহায়ক আবদুল মতিনের মোটরসাইকেল চুরি হয়েছে। ২৪ নভেম্বর বেলা দুইটার দিকে এ
ঘটনা ঘটে। এদিন রাতেই এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ
দায়ের করা হয়।
অভিযোগ রয়েছে, সাম্প্রতিক সময়ে কুমিল্লার আদালত
প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। চোখের পলকেই
চোরের দল তালা ভেঙ্গে বাইক নিয়ে উধাও হয়ে যাচ্ছে। এ নিয়ে শঙ্কিত রয়েছেন
মোটরসাইকেলের মালিকরা।
বিআরডিবি আদর্শ সদর উপজেলার অফিস সহায়ক আবদুল
মতিন জানান, অফিসের একটি প্রয়োজনীয় কাজে আমি কুমিল্লার আদালতে যাই। সেখানে
গিয়ে আমার ১২৫ সিসি হিরো গ্ল্যামার ব্র্যান্ডে কালো ও লাল রংয়ের
মোটরসাইকলেটি (যার রেজিঃ নং-কুমিল্লা-হ-১৪-০২০২, চেসিস নং-
চঝ১ঔঅঝ০৯৮কঔঔ০০৪৬১, ইঞ্জিন নং - ঔঅ০৬ঊঔকএএ০২৩৩৫) পার্কিং হলে লক করে যাই।
কিন্তু কিছুক্ষণ পর সেখানে এসে দেখি আর মোটরসাইকেলটি নাই। অল্প সময়ের
মধ্যেই কে বা কাহারা কৌশলে মোটরসাইকেলের লক খুলে চুরি করে নিয়ে যায়। এ
বিষয়টি নিয়ে আমি মারাত্মক শঙ্কিত অবস্থায় অবস্থায় আছি। কোথাও খোঁজে না
পেয়ে পরবর্তীতে থানায় একটি অভিযোগ দায়ের করি।
