নিজস্ব প্রতিবেদক।। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানকে কুমিল্লা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করেছে সরকার। অন্যদিকে কুমিল্লার বর্তমান এসপি নাজির আহমেদ খানকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল নিশ্চিত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।
এর আগে গত ২৪ নভেম্বর লটারি আয়োজন করে নতুন পুলিশ সুপারদের তালিকা প্রণয়ন করা হয়। তারও আগে, ২২ নভেম্বর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই ধারাবাহিকতায় ৬৪ জেলার এসপি পদায়নে লটারিভিত্তিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
