তরিকুল ইসলাম তরুণ ।।
কুমিল্লায়
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে দলের দুই
পরিচিত নেতাকে। কুমিল্লা সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের বিএনপি নেতা ও সাবেক
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল এবং কুমিল্লা মহানগর বিএনপির
সাবেক কাউন্সিলর ও মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কোহিনূর আক্তার কাকলিকে
পুনর্বহাল করার মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বিএনপি
নেতা বিল্লাল দলে ফিরলেন ২নং ওয়ার্ড বিএনপির পরিচিত মুখ মোঃ বিল্লাল
দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলের অভ্যন্তরীণ কিছু
পরিস্থিতির কারণে তাকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ
প্রত্যাহার হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।
পুনর্বহালের
বিষয়ে বিল্লাল বলেন, “দল আমাকে যে সম্মান ফিরিয়ে দিয়েছে, আমি তার প্রতি
কৃতজ্ঞ। আগামীর আন্দোলন–সংগ্রামে আরও নতুন উদ্যমে মাঠে থাকব। সুযোগ পেলে
মহানগরবাসীকে আগের মতোই নাগরিক সেবা দিয়ে যেতে চাই।”
মহিলা নেত্রী
কোহিনূর আক্তার কাকলির পুনর্বহাল কুমিল্লা মহানগর বিএনপির সাবেক কাউন্সিলর ও
মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কোহিনূর আক্তার কাকলি করোনাকালে মানবিক
সহায়তা, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দলের
বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তবে ২০২২ সালে সিটি নির্বাচনে দলের
সিদ্ধান্তের বাইরে অংশ নেওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মনিরুল
হক চৌধুরীর সহযোগিতায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়।
পুনর্বহালের পর
কাকলি বলেন. “আলহামদুলিল্লাহ ও কৃতজ্ঞতা জানাই দেশনায়ক তারেক রহমান,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জননেতা মনিরুল হক
চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, জেলা-মহানগর
বিএনপিসহ সংশ্লিষ্ট সকলকে। দলীয় ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ভবিষ্যতেও নিজেকে
নিবেদিত রাখব।”
