কুমিল্লার বরুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
২৬ নভেম্বর বরুড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বরুড়া শহীদ স্মৃতি
সরকারি কলেজে মাঠে বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা
তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী
অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার
ভুমি আহসান হাফিজ, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার
নুরেন তাসকিন তুলি, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, বরুড়া উপজেলা মহিলা
বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসিমা
আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা কৃষি অফিসার
মোঃ জাহিদুল ইসলাম, খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ বিল্লাল হোসেন ও
সফিকুল ইসলাম মানিক। এসময় উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা বিভিন্ন
পশু,পাখি, কবুতর, মোরগ, ছাগল, ভেড়া, ষাঁড়সহ বিভিন্ন প্রাণী স্টলে প্রদর্শন
করা হয়। প্রদর্শনী শেষে তিনজন প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী
খামারির মাঝে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বরুড়া উপজেলা
প্রাণিসম্পদ অধিদপ্তর বিনামূল্যে প্রাণিজ টিকা, ঔষধ, ভ্যাকসিন ও
প্রশিক্ষণের বিষয়ে খামারিদের অবগত করেন।
