“দেশীয়
জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে
সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় পালিত হলো জাতীয় প্রাণিসম্পদ
সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। সরকারের জাতীয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি
নিশ্চিতকরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে এই আয়োজনে
র্যালি আলোচনা সভা ও প্রাণিসম্পদ স্টল পরিদর্শন করা হয়।
উপজেলা
প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত এই কর্মসূচির শুরুতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা
পরিষদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডি আর
হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ডিআর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতে দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক
প্রযুক্তির সমন্বয়ের উপর জোর দেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান। প্রাণিসম্পদ খাতে আধুনিকায়নের
গুরুত্ব তুলে ধরেন।
সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.
মোহাম্মদ আলী, যিনি দেশীয় পশুর জাতের উন্নয়ন এবং রোগ প্রতিরোধে ভেটেরিনারি
সেবার গুরুত্ব ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু এবং সহকারী কমিশনার (ভূমি) সাকিব
হাসান খাঁন। তাঁরা কৃষি ও প্রাণিসম্পদের আন্তঃসম্পর্ক এবং ভূমির সঠিক
ব্যবহারের মাধ্যমে খামার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রতন চন্দ্র সূত্রধর, যিনি স্থানীয় খামারির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচনা
শেষে প্রধান অতিথি ইউএনও সহ প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় খামারি ও
উদ্যোক্তাদের স্থাপন করা বিভিন্ন প্রাণিসম্পদ স্টল ঘুরে দেখেন এবং তাঁদের
উদ্ভাবন ও উৎপাদিত পণ্য সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার
সাথে উপস্থাপন করেন দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
শারমিন ফাতেমা।
এসময় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ
জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এবং সহকারী
পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সহ প্রশাসনের ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
