‘দেশীয়
জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে
রেখে কুমিল্লার তিতাসে বিভিন্ন ধরনের পশু, পাখি, প্রযুক্তি ও পণ্য
প্রদর্শনীর মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন করা
হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রাণিসম্পদ
অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং তিতাস
উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে
উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গৌরিপুর টু
হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে ফিতা কেটে ও পায়রা
উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
পরে অতিথিদের প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে স্থানপ্রাপ্তস্টলগুলো পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হন।
সভায়
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি
ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। বিশেষ অতিথি ছিলেন তিতাস
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
সাইদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী জুনায়েদ প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা, প্রাণি সম্পদের বিভিন্ন খামারী ও সাংবাদিকরা এতে অংশ
নেয়।
প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে মোট ৩২টি স্টল স্থান পেয়েছে।
স্টল গুলোতে ছিল উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া, কবুতর, হাঁস-মুরগি ও পাখি সহ
বিভিন্ন প্রজাতীর প্রাণী। অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের
মধ্যে চার ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে ১৩
জনকে পুরস্কৃত করা হয়।
