দাউদকান্দিতে
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৫ উদযাপন হয়েছে। বুধবার বেলা ১১টায় গৌরীপুর
বাজারে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ
সপ্তাহ সেবা ও প্রাণিসম্পদ প্রর্দশনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি
ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এফ এম রকিবুল হাসান ভূঞার সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত)
চেয়ারম্যান মোসা. আয়েশা আক্তার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ বিভিন্ন
স্টল ঘুরে দেখেন। পরে আলোচনা সভা শেষে খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা
হয়। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরীফুল
ইসলাম।
