কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা
প্রশাসন। সোমবার (২৬ নভেম্বর) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা
জাহান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময়
পরিবারটিকে নগদ অর্থ, শুকনো খাবার ও কম্বল প্রদান করা হয়। পরে
ক্ষতিগ্রস্তদের ঘর পুননির্মাণের জন্য টিনসহ আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস
দেন তিনি। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চান্দলা
ইউনিয়নের খলিফাপাড়া (পূর্বপাড়া) এলাকায় সিলিন্ডার গ্যাস থেকে আগুন লেগে
একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ
অগ্নিকাণ্ডে তাদের প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র ও
পরিবার জানায়, মৃত আ. গফুর মিয়ার ছেলে মো. আলম মিয়ার বসতঘরে রান্নার কাজে
ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে বিকেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরিবারের
একজন সদস্য গ্যাস জ্বালিয়ে বাইরে বের হয়ে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে
পুরো ঘরে দাউ দাউ করে জ্বলতে থাকে।
স্থানীয়রা চিৎকার শুনে দ্রুত এগিয়ে
এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যদের সহায়তায় আগুন
নিয়ন্ত্রণে এলোও ততক্ষণে ঘরের আসবাবপত্র, পোশাক, নগদ টাকা, স্বর্ণালংকারসহ
মূল্যবান সব সামগ্রী পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আমাদের ঘরের
সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বাঁচাতে পারিনি।
