'দেশীয়
জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’- এ স্লোগানকে সামনে রেখে
কুমিল্লার লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা
হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রদর্শনীর
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা। উদ্বোধনের আগে একটি
শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে মেলা চত্বরে ফিতা কেটে
দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী
অফিসার হিমাদ্রি খীসা।
উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর
রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল
ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক প্রমুখ।
দিনব্যাপী
প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে গরু, ছাগল,
বিড়াল, ভেড়া, কবুতর, ও মুরগী, বিদেশী জাতের কুকুর (জার্মান শেফার্ড) রয়েছে।
প্রধান
অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, লালমাই
উপজেলায় সম্ভাবনাময় খাত কি তা আজ আমার কাছে দৃশ্যমান, আমরা জেলায় দুধ
উৎপাদনে সেরা, এখানে অনেক বড় খামার রয়েছে, প্রাণিসম্পদ হল প্রাণিজ আমিষের
একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা এই প্রাণীগুলো লালন পালন করেন তাদের কাছে
অনুরোধ, যাতে এই প্রাণীগুলো সঠিক ও সুস্থভাবে পালন করা হয়। ভালো মানের দুধ,
ডিম ও মাংস উৎপাদন করা প্রতিটি খামারের দায়িত্ব। তিনি এক খামারির
বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন খামারিদের ন্যায্য দাম পেতে দুধ বাজারের
সিন্ডিকেট ভাঙ্গা হবে। তিনি আরও বলেন দুধের ন্যায্য দাম পেতে বিকল্প পথ বের
করতে হবে, দুধ থেকে ঘি - পনির তৈরি করে বেশি লাভ করার পরামর্শ দেন তিনি।
