“দেশী
জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে ধারণ করে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ
প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা
প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি কার্যালয়ের উদ্যোগে সাহেবাবাদ ডিগ্রি কলেজ
মাঠে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে
প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী
অফিসার মাহমুদা জাহান। পরে একটি র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে দিবসটির
তাৎপর্য তুলে ধরে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের
সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা শহিদুল করিম। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি,
উদ্যোক্তা ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলা
নির্বাহী অফিসার মাহমুদা জাহান প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে
অংশগ্রহণকারী খামারি ও উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও
সনদপত্র বিতরণ করা হয়।
