বাংলাদেশ
জাতীয়বাদী দল- বিএনপির সাথে চীনের দূতাবাস থেকে আসা একটি প্রতিনিধি দল
মতবিনিময় সভা করেছে। বুধবার দাউদকান্দি বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর
বিএনপির সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
চীনের প্রতিনিধি দল বলেন, আজ থেকে ৫০
বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বের
সম্পর্ক স্থাপন করেছিলেন। তারা আরো বলেন, পরবর্তীতে বিএনপির জাতীয় স্থায়ী
কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে চীন সরকারের খুবই
ভালো সম্পর্ক ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগামী রাষ্ট্রীয় ক্ষমতা যদি
বিএনপি আসে, তাহলে চীন বাংলাদেশের উন্নয়নে আরও দৃঢ়তার সাথে কাজ করবে।
এসময়
তারা বাংলাদেশের অর্থনীতি ,আগামী নির্বাচন, বাংলাদেশের উন্নয়ন এবং জনগণের
নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা ও ভিসা চীন সরকার বাংলাদেশের জন্য আরও বেশি
সুযোগ-সুবিধা দিতে চায় বলে জানান।
সভায় দাউদকান্দি উপজেলা বিএনপির
আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,
উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
