ময়মনসিংহ নগরীতে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে এক যুবদল কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার বেলা ৩টার দিকে নগরের পাটগুদাম বীজ মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
নিহত রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে। তিনি মহানগর যুবদলের কর্মী ছিলেন।
ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন বলেন, বেলা
সাড়ে ৩টার দিকে ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে লোকজন।
চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
তার হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়; অতিরিক্ত রক্তক্ষণে মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
রিয়াদের
বাবা সাইদুল হক বলেন, “পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত
অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। তবে কি কারণে,
কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানতে পারিনি।
“আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করত। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের ধরে বিচার করার দাবি জানাই।”
ময়মনসিংহ
মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছান বলেন, “রিয়াদ যুবদলের রাজনীতির
সঙ্গে জড়িত ছিলেন। তাকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায়
আনার দাবি জানাচ্ছি।”
ঘটনাস্থল পরিদর্শনের পর কোতোয়ালি মডেল থানার ওসি
শিবিরুল ইসলাম বলেন, ছিনতাইকারী একটি চক্রের মধ্েয বিরোধের জেরে
ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের
গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
